Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ডিসেম্বর ২০২০

তজুমদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর/২০২০ মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী:

সভাপতি     :  জনাব পল্লব কুমার হাজরা

                  উপজেলা নির্বাহী অফিসার

                  তজুমদ্দিন, ভোলা।

 

স্থান          :  উপজেলা পরিষদ মিলনায়তন।

 

তারিখ       :  ১০ ডিসেম্বর ২০২০

 

 

সভায় উপস্থিত সদস্যগণের স্বাক্ষর আলাদা রেজিস্টারে সংরক্ষিত

 

               মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং যাদের অসীম সাহস ও সীমাহীন ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে সে বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে সভায় উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করা হয়। কোনরূপ সংশোধনী ছাড়াই বিগত সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় নিম্নরূপ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

                                                                                                                                                                                                                                                                                                

ক্রঃ

নং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়ন

০১

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তজুমদ্দিন সভায় জানান যে গত সভার সিদ্ধান্ত মোতাবেক তজুমদ্দিন হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিছুসংখ্যক ব্যক্তি হাসপাতালের ভেতর প্রবেশ করে রাত্রি বেলায় নেশাজাতীয় দ্রব্য পান করে। এ ছাড়া হাসপাতাল ও অফিস চলাকালীন সময় যত্রতত্র মাইকিং এর শব্দে রোগী ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়। উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

       

সিসি ক্যামেরা সার্বক্ষনিক সচল রাখতে রাখতে হবে। হাসপাতালের ভেতর মাদকদ্রব্য ব্যবহারকারীদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতাল ও অফিস চলাকালীন সময়ে মাইকিং করার ব্যাপারে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

০১। উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলা।

০২। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

০৩। অফিসার ইন-চার্চ, তজুমদ্দিন থানা।

০২

সভাপতি, প্রেসক্লাব, তজুমদ্দিন সভায় অবহিত করেন যে তজুমদ্দিন চৌমুহনী লঞ্চঘাটে প্রতিদিন ঢাকাগামী ৫টি লঞ্চ স্টেশন করত। কয়েকমাস যাবৎ ১টি মাত্র লঞ্চ উক্ত ঘাটে স্টেশন করছে। যার ফলে যাত্রীদের যাতায়াতে মারাত্মক অসুবিধা হচ্ছে। তাই তিনি পূর্বের ন্যায় ৫টি লঞ্চ যাতে স্টেশন করে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

চৌমুহনী লঞ্চঘাটে ঢাকাগামী প্রত্যেকটি লঞ্চ স্টেশন করার বিষয়ে লঞ্চ মালিকদের সাথে আলোচনা করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলা।

০৩

অফিসার ইন-চার্জ, তজুমদ্দিন থানা সভায় অবহিত করেন যে তজুমদ্দিন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তিনি জনান ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সংখ্যক মাদকাসক্ত ব্যক্তি মাদকদ্রব্য পান করতে না পেরে ফার্মেসি হতে বিভিন্ন কোম্পানির কাশির সিরাপ ক্রয় করে ঔষধসমূহ মিক্স করে নেশা করার জন্য সেবন করে। তাই তিনি ফার্মেসিগুলোতে রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রি না করার জন্য অনুরোধ করেন।

রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রি করা যাবেনা।

০১। উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলা।

০২। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

০৩। অফিসার ইন-চার্চ, তজুমদ্দিন থানা।

 

            সভাপতি সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, মাদক ক্রয়-বিক্রয় ও সেবন প্রতিরোধে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

 

 

               পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

পল্লব কুমার হাজরা

উপজেলা নির্বাহী অফিসার

তজুমদ্দিন, ভোলা।

 ০৪৯২৭৫৬০০১

unotazumuddin@mopa.gov.bd

 

 

 

স্মারক-০৫.১০.০৯৯১.০০০.০১.০১০.২০-৬৩০                                                                         তারিখ : ১৫ ডিসেম্বর ২০২০

অনুলিপি : সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে ;    

১। মাননীয় সংসদ সদস্য 117, ভোলা-3।

২। জেলা প্রশাসক, ভোলা।

৩। পুলিশ সুপার, ভোলা।

৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তজুমদ্দিন, ভোলা।

৫। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তজুমদ্দিন, ভোলা।

৬। উপজেলা,..................................................কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

৭। চেয়ারম্যান,................................................ইউনিয়ন পরিষদ, তজুমদ্দিন, ভোলা।

৮। জনাব, ......................................................তজুমদ্দিন, ভোলা।

৯। অফিস কপি।

 

উপজেলা নির্বাহী অফিসার

তজুমদ্দিন, ভোলা।

 

 

 

 

তজুমদ্দিন উপজেলা পরিষদ এর ডিসেম্বর/২০২০ মাসের মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী:

 

সভাপতি     :        মোশারেফ হোসেন দুলাল

                        চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তজুমদ্দিন, ভোলা।

 

স্থান          :        উপজেলা পরিষদ মিলনায়তন।

 

তারিখ       :        ১০ ডিসেম্বর ২০২০

 

সভায় উপস্থিত সদস্যদের হাজিরা আলাদা রেজিষ্ট্রারে সংরক্ষিত :

 

               চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তজুমদ্দিন, ভোলা সভায় উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলা বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তজুমদ্দিন, ভোলা সভার কার্যক্রম পরিচালনা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলাকে অনুরোধ করেন। তিনি বিভাগ অনুযায়ী আলোচনা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে অনুরোধ করেন। সভায় নিম্নরূপ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ক্র: নং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়ন

0১.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ :

 

          উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে হাসপাতালে ভর্তির ব্যাপারে অনেক সময়ই অনৈতিক চাপ সৃষ্টি করা হয় যাতে দাপ্তরিক ও কর্মস্থলের শৃংখলা বিঘ্নিত হয়। এছাড়া ডাক্তারদের ডরমেটরির নিরাপত্তার ব্যাপারে তিনি সভায় গুরুত্বারোপ করেন।

১। নিয়মশৃংখলা মেনে রোগী ভর্তি করতে হবে।

২। সিসিটিভি সচল রাখতে হবে।

৩। পুলিশি টহল অব্যাহত রাখতে হবে।

১। স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

২। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তজুমদ্দিন, ভোলা।

৩। অফিসার ইন-চার্জ, তজুমদ্দিন থানা।

 

০২.

উপজেলা প্রকৌশল বিভাগ :

 

            উপজেলা প্রকৌশলী সভায় জানান যে ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর সাধারণ বরাদ্দের আওতায় ১ম কিস্তিতে ৩০,৩৪,০০০/- (ত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার) টাকা এবং ২য় কিস্তিতে ১৫,১৭,০০০/- (পনের লক্ষ সতের হাজার) টাকা সর্বমোট ৪৫,৫১,০০০/- (পয়তাল্লিশ লক্ষ একান্ন হাজার) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে।  তন্মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে বাস্তবায়িত ২টি স্কীমের যথাক্রমে ১) সোনাপুর ইউনিয়নৈর চর জহিরউদ্দিন মাস্টার বাজার হতে তেলিয়ারচর ইউনুছ সর্দারের ঘাটে যাওয়ার রাস্তায় শহীদ হুজুরের বাড়ির দক্ষিণ পার্শ্বে কালভার্ট নির্মাণ কাজের ব্যয়ভার মিটানোর জন্য ১,৪৭,৭৫০/- এবং ২) সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রুহুল আমিন চৌকিদারের ঘরের পশ্চিম পার্শ্বে খালের উপর কালভার্ট নির্মাণ কাজের ব্যয়ভার মিটানোর জন্য ১,৭২,৭২০/- টাকা। সর্বমোট ৩,২০,৪৭০/- (তিন লক্ষ বিশ হাজার চারশত সত্তর) টাকা গত ১৫ জুন ২০২০ তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যয় করা হয়েছে। অবশিষ্ট ৪২,৩০,৪২০/- টাকা অব্যয়িত আছে। ইতোমধ্যে অর্থবছরের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। শুষ্ক মৌসুমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার উপযুক্ত সময়। তাই জরুরীভিত্তিতে স্কীম তালিকা দাখিল ও চুড়ান্ত করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ করেন।

 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ প্রকল্প দাখিল করবেন। প্রাপ্ত প্রকল্প যাচাই বাছাই করে ওভারল্যাপিং থাকলে তা বাদ দিয়ে প্রকল্পগুলো পর্যালোচনা করে কমিটিতে উপস্থাপন করতে হবে।

উপজেলা প্রকৌশলী, তজুমদ্দিন, ভোলা।

 

০৩.

উপজেলা কৃষি বিভাগ :

 

          উপজেলা কৃষি কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে তার দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। 

 

দপ্তরের কাজকর্ম স্বাভাবিক রাখতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

০৪.

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ :

 

           উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে কোন ধরণের সার্টিফিকেট ব্যতীত উপজেলার বিভিন্ন স্থানে পশু জবাই করা হচ্ছে যা অনেক সময় অসুস্থ ও রোগাক্রান্ত থাকে মর্মে অভিযোগ পাওয়া যায়। এটি জনস্বাস্থের জন্য হুমকিস্বরূপ এবং এটি “পশু জবাই এবং মাংশের মান নিয়ন্ত্রণ আইন ২০১১” এর পরিপন্থী। মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সভায় আলোচনা করা হয়। 

মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।

১। উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলা।

2। উপজেলা প্রাণিস্পদ কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

 

০৫.

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ :

 

           উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে তার দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান ১৭ মার্চ হতে ১৯ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনার আলোকে ক্লাশ চালু হলে শ্রেণিকক্ষ প্রস্তুত রাখার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়।

 

 

সরকারি নির্দেশনার আলোকে ক্লাশ চালু হলে শ্রেণিকক্ষ প্রস্তুত রাখতে হবে।

 উপজেলা শিক্ষা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

০৬.

উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ :

 

           উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে মাধ্যমিক ও ‍উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ উপজেলার ১৬টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ১৫টি মাদ্রাসায় নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট দেয়া এবং সপ্তাহের নির্দিষ্ট ১টি দিনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তা আবার জমা নেয়া হচ্ছে।

 

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের নিকট থেকে এ্যাসাইনমেন্ট জমা নিতে হবে।

উপজেলা মাধ্যমিক

শিক্ষা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

০৭.

উপজেলা মৎস্য বিভাগ :

 

            উপজেলা মৎস্য কর্মকর্তা সভায় জানান যে তাদের দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। গত ০১ নভেম্বর ২০২০ হতে সারাদেশের ন্যায় এ উপজেলায় জাটকা রক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং এ কার্যক্রম জুন ২০২১ পর্যন্ত চলবে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গত ১৬ নভেম্বর হতে 18 নভেম্বর এবং ২৩ নভেম্বর হতে ২৫ নভেম্বর ২০২০ পর্যন্ত ৪৮ জন মৎস্য চাষীকে আধুনিক উপায়ে মৎস্য চাষ (কার্পমিশ্র, শিং, কৈ, পাবদা ও গুলশা) বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি সামুদ্রিক জেলেদের নিবন্ধন কার্যক্রম চলমান আছে। সভায় আরও জানান ২০২০-২০২১ অর্থবছরে অত্র উপজেলায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান সম্পর্কিত গত 23 আগস্ট ২০২০ তারিখ সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি মাসের শেষের দিকে উপজেলার সকল ইউনিয়নে সাধারণ জেলেদের নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। সভায় এবিষয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

 

জাটকা রক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন  করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সামুদ্রিক ও সাধারণ জেলেদের  নিবন্ধন     কার্যক্রমে  যাতে কোন অনিয়ম না হয় সে বিষয়ে ইউপি চেয়ারম্যানগণকে তদারকি করতে হবে।

১। উপজেলা মৎস্য কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

২। ইউপি চেয়ারম্যান (সকল), তজুমদ্দিন, ভোলা।

০৮.

উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগ:

            উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে ২০২০-২০২১ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ চলমান রয়েছে। নির্বাচনী এলাকাভিত্তিক টিআর ও কাবিটা প্রকল্পের বরাদ্দ পাওয়া গিয়েছে। টিআর ও কাবিটা (সাধারণ) এর প্রকল্প পাওয়া গিয়েছে যা অনুমোদনের জন্য জেলা প্রশাসক, ভোলা মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

 

 

সার্বিক কর্মকাণ্ড যথাযথভাবে পালন করতে হবে।

১। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তজুমদ্দিন, ভোলা।

২। চেয়ারম্যান ইউপি সকল, তজুমদ্দিন, ভোলা।

০৯.

উপজেলা সমাজসেবা বিভাগ :

            উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে তজুমদ্দিন উপজেলার ৮৫০০ ভাতাভোগীকে অনলাইনের আওতায় আনা হবে এবং অনলাইন কার্যক্রম সমাপ্ত হলে ভাতা স্ব-স্ব একাউন্টের মাধ্যমে ভাতা প্রদান করা হবে এবং যারা অনলাইনভুক্ত হবেনা তাদের ভাতা বন্ধ থাকবে। এছাড়া প্রতিবন্ধীদেরকে শতভাগ ভাতার আওতাভুক্ত করা হবে মর্মে সভাকে অবহিত করেন।

 

সার্বিক কর্মকান্ড যথাযথভাবে পালন করতে হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

১০.

উপজেলা সমবায় বিভাগ :

 

           উপজেলা সমবায় কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে তার দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। 

 

সার্বিক কর্মকান্ড যথাযথভাবে পালন করতে হবে।

উপজেলা সমবায় কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

১১.

উপজেলা যুব উন্নয়ন বিভাগ :

 

            উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান যে তার দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

 

সার্বিক কর্মকান্ড যথাযথভাবে পালন করতে হবে।

উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

১২.

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর :

 

             উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে ২০১৯-২০২০ অর্থবছর ভিজিডি চক্রের মেয়াদ ডিসেম্বর ২০২০ এ শেষ হবে। ২০২১-২০২২ অর্থবছরে ভিজিডি চক্রের এখনো পর্যন্ত কোন তালিকা পাওয়া যায়নি। তাই তিনি জরুরিভিত্তিতে ইউপি চেয়ারম্যানগণকে তালিকা দাখিল করার জন্য অনুরোধ করেন।

2021-2022 অর্থবছরে ভিজিডি চক্রের উপকারভোগীদের তালিকা দাখিল করতে হবে।

 

১। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

২। চেয়ারম্যান, ইউপি (সকল), তজুমদ্দিন, ভোলা।

 

১৩.

উপজেলা খাদ্য বিভাগ :

 

             উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তজুমদ্দিন, ভোলা সভায় উপস্থিত না থাকায় তার দপ্তর সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। পরবর্তী সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়।

 

পরবর্তী সভায় কার্যপত্রসহ উপস্থিত থাকতে হবে। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তজুমদ্দিন, ভোলা।

১৪

উপজেলা পল্লী উন্নয়ন বিভাগ :

 

              উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় উপস্থিত না থাকায় তার দপ্তর সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। পরবর্তী সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়।

 

পরবর্তী সভায় কার্যপত্রসহ উপস্থিত থাকতে হবে। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

১৫.

উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) বিভাগ :

 

              উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে তার দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

 

সার্বিক কর্মকাণ্ড যথাযথভাবে পালন করতে হবে।

উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), তজুমদ্দিন, ভোলা।

১৬.

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ :

 

              উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে নভেম্বর ২০২০ মাসের কার্যক্রম ১) চলতি মাসে স্বল্পমেয়াদী পদ্ধতি (বড়ি, কনডম, ইনজেকশন) ১৭৩ জনকে সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে ১৭৩ জনসহ স্বল্পমেয়াদী পদ্ধতি মোট গ্রহীতা ১৭২৪২ জন। ২) চলতি মাসে দীর্ঘমেয়াদী পদ্ধতি (আইইউডি ও ইমপ্ল্যান্ট) ২০ জনকে সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে ২০ জনসহ দীর্ঘমেয়াদী পদ্ধতি মোট গ্রহিতা ২৮২০ জন। ৩) চলতি মাসে স্থায়ী পদ্ধতি (এনএসভি ও টিউভেকটমী) ২ জনকে সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে ২ জনসহ স্থায়ী পদ্ধতি মোট গ্রহিতা ১৬১৪ জন। ৪) উপজেলার মোট দম্পতি ২৬৮৮৮ জন এবং মোট গ্রহিতার সংখ্যা ২১৭৩৭ জন। উপজেলার চলতি মাসে (সিএআর) ৮১%।

 

 

বিভিন্ন পদ্ধতি গ্রহণের জন্য জনসাধারণকে সচেতন/উদ্ভুদ্ধ করা। সিএআর ৮১% হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। দপ্তরের কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

১৭.

উপজেলা আনসার ও ভিডিপি বিভাগ :

 

              উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে তার দপ্তরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

 

 

সার্বিক কর্মকান্ড যথাযথভাবে পালন করতে হবে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,

১৮.

উপজেলা সমন্বয়কারী, আমার বাড়ী আমার খামার :

 

             উপজেলা সমন্বয়কারী, আমার বাড়ী আমার খামার তজুমদ্দিন, ভোলা সভায় উপস্থিত না থাকায় তার দপ্তর সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। পরবর্তী সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়।

 

পরবর্তী সভায় কার্যপত্রসহ উপস্থিত থাকতে হবে। 

উপজেলা সমন্বয়কারী, আমার বাড়ী আমার খামার,   তজুমদ্দিন, ভোলা।

 

      .             ১৯.

উপজেলা বনবিভাগ :

 

             রেঞ্জ কর্মকর্তা, দৌলতখান রেঞ্জ কর্মকর্তা সভায় সভায় উপস্থিত না থাকায় তার দপ্তর সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। পরবর্তী সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়।

 

পরবর্তী সভায় কার্যপত্রসহ উপস্থিত থাকতে হবে। 

 রেঞ্জ কর্মকর্তা, দৌলতখান রেঞ্জ।

 

২০.

বিবিধ :

 ১। উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলা সভায় জানান যে অফিসটি অতি পুরাতন হওয়ায় ওয়ালের প্লাস্টার ও রং ধ্বসে পড়ছে যার ফলে প্রশাসনিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। তাই তিনি অফিস কক্ষটি মেরামত ও চুনকাম করার প্রস্তাব করেন।

সিদ্ধান্ত : উপজেলা নির্বাহী অফিসারের অফিসটি উপজেলা রাজস্ব তহবিলের অর্থ দ্বারা মেরামত ও রংকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী, তজুমদ্দিন, ভোলা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

 

২। জনাব মহিউদ্দিন পোদ্দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ উন্নয়নমূলক কাজ ও সরকারি বিভিন্ন কাজ পরিদর্শনসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য দু’টি মোটর সাইকেল ক্রয় করার জন্য প্রস্তাব করেন। 

সিদ্ধান্ত : সরকারি কোন পরিপত্র/নির্দেশনা না থাকায় মোটর সাইকেল ক্রয় করার সুযোগ নেই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

৩। সরকারি নির্দেশনার আলোকে ইউনিকোড ফন্ট/সফটওয়্যার এর মাধ্যমে সকল দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় সরকারি নির্দেশনা অমান্যের কারণে কর্মকর্তাগণ দায়ী থাকবেন।

 

৪। সভার কার্যপত্র নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

 

৫। উপজেলা পর্যায়ের সকল দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ করতে হবে এবং তা নিয়মিতভাবে হালনাগাদ রাখতে হবে।

 

৬। জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে গ্রাম পুলিশসহ অন্যান্য ব্যক্তি/প্রতিষ্ঠান যথাযথ সহায়তা প্রদান করবেন।

               

 

            সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

মোশারেফ হোসেন দুলাল

চেয়ারম্যান

উপজেলা পরিষদ

তজুমদ্দিন, ভোলা।

স্মারক-০৫.১০.০৯৯১.০০০.০১.০১০.২০-৬২৯                                                  তারিখ : ১৫ ডিসেম্বর ২০২০

অনুলিপি সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে :

১। মাননীয় সংসদ সদস্য ১১৭, ভোলা-৩।

২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

3। বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ, বরিশাল।

4। জেলা প্রশাসক, ভোলা।

5। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তজুমদ্দিন, ভোলা।

6। উপজেলা, ....................................................., কর্মকর্তা, তজুমদ্দিন, ভোলা।

7। চেয়ারম্যান, ..................................................., ইউনিয়ন পরিষদ, তজুমদ্দিন, ভোলা।

8। জনাব, ........................................................., তজুমদ্দিন, ভোলা।

9। অফিস কপি।   

 

পল্লব কুমার হাজরা

উপজেলা নির্বাহী অফিসার

তজুমদ্দিন, ভোলা।