সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির সুরম্য লীলানিকেতন প্রিয় জন্মভূমি বাংলাদেশ। দক্ষিণ উপকূলীয় এলাকার করালঘ্রাসী মেঘনার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে নদী বিধৌত সবুজ ছায়া ঘেরা তজুমদ্দিন উপজেলা। ঐতিহাসিকভাবে প্রাক্তন বৈষখালী অর্থাৎ মহেশখালীর বাঁকে তৎকালীন নায়েব তমিজউদ্দিন-এর নামানুসারে এই উপজেলার নাম হয় তজুমদ্দিন।
মৎস,মরিচ,ধান,আলু, ডাল, মাছ ,পান, সুপারি, তরি-তরকারি, যেমন- শশা, তরমুজ, কাঁচা মরিচ ইত্যাদি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস