মেঘনা :
তজুমদ্দিনের উল্লেখযোগ্য নদী মেঘনা, বুড়ি। তজুমদ্দিন উপজেলাটি মেঘনা নদীর তীরে অবস্থিত। নদীর দুই তীর পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে। মেঘনার উৎপত্তি ভারত থেকে। এটি পদ্মা, যমুনা ও তেতুলিয়া দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। এ নদীই তজুমদ্দিন উপজেলার (তথা ভোলা জেলার) যোগাযোগের প্রধান মাধ্যম। তাছাড়া এই এলাকার প্রধান আয়ের উৎস হচ্ছে মেঘনায় মাছ স্বীকার করা। এ নদীটির ভাঙ্গনে যেমন এলাকার মানুষের দুঃখ হয় তেমনি এ নদী ছাড়া এলাকা সাধারণ মানুষের আয়ের উৎসও নেই। তাই মেঘনা তজুমদ্দিনের সাধারণ মানুষের শত্রু-মিত্র দু’টিই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস